স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সমস্যায় জর্জরিত বেক্সিমকো গ্রুপের পতন ঠেকাতে এবং বিনিয়োগকারী, কর্মী ও ব্যাংকগুলোর স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠানটির ‘তত্ত্বাবধায়ক’ (রিসিভার) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার হাইকোর্টের এই নির্দেশনার বিরুদ্ধে আংশিক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দেশের সর্বোচ্চ আদালত বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগকে নির্দেশ দিয়ে এই আদেশ দিয়েছে। আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
বেক্সিমকো গ্রুপে ‘রিসিভার’ নিয়োগ দিতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল আবেদনের বিপরীতে এই আদেশ দেন তারা।
বেক্সিমকোর পক্ষে রিট পিটিশন জমা দেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া রিসিভার বেক্সিমকো গ্রুপের অন্য সকল প্রতিষ্ঠানে কাজ করবেন। কিন্তু সুপ্রিম কোর্টের আদেশমতে, এই আদেশ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে স্থগিত থাকবে।’
সেপ্টেম্বরে বেক্সিমকো গ্রুপে ‘রিসিভার’ নিয়োগ দিতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়।
স্টকমার্কেটবিডি.কম///