শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা তার স্ত্রী ও পুত্রকে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা সুব্রত নারায়ন রায় তার কাছে থাকা মোট ৪৬ লাখ ৬০ হাজার শেয়ার তার স্ত্রী ও পুত্রকে প্রদান করবেন।
তিনি স্ত্রী হেনা শ্রী রায় ও পুত্র সৌরভ রায় কে ২৩ লাখ লাখ ৩০ হাজার করে শেয়ার হস্তান্তর করবেন।
আগামী ২৯ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার উপহারস্বরূপ হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।
স্টকমার্কেটবিডি.কম/