স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের ব্যাংক কর্মকর্তাদের জন্য ব্যাংক খাতের চলমান নানা বৈশ্বিক ইস্যুতে সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজন করবে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)। আইসিসিবি ব্যাংকিং কমিশন এসব অনুষ্ঠানের আয়োজন করবে। সম্প্রতি কমিশনের এক বৈঠকে দেশের ব্যাংক খাতের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিসংক্রান্ত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৩ সালের জন্য আইসিসি বাংলাদেশের কর্মপরিকল্পনাও প্রস্তুত করেছে কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন আইসিবি ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী।
বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, আইসিসিবি ব্যাংকিং কমিশনের সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, সামিট অ্যালায়েন্স পোর্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলী জওহর রিজভী, ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান।
স্টকমার্কেটবিডি.কম///