ব্রিকসে যোগদানে বাংলাদেশকে সক্রিয় সমর্থন দেবে চীন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্রিকসে যোগদানের জন্য বাংলাদেশকে সক্রিয় সমর্থন দেবে চীন। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ সভায় বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি।

সোমবার (৩ জুন) বেইজিংয়ে আয়োজিত সভায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। চীনের পক্ষে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং।

বাংলাদেশ প্রতিনিধিদলে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন, ইআরডির অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ছিলেন। অপরদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহতকরণ, অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগের প্রচার এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতার সুযোগ অন্বেষণের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।

সূচনা বক্তব্যে পররাষ্ট্রসচিব মাসুদ উল্লেখ করেন, বাংলাদেশ চীনের সঙ্গে তার সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গুরুত্ব দেয়। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরের কথা স্মরণ করেন। আসন্ন ভিভিআইপি সফরের আগে চীনা ভাষায় ‘নতুন চীনকে আমি যেমন দেখেছি’ বইটি প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি ২০১৬ সালে রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা তুলে ধরেন, যা ‘সহযোগিতার কৌশলগত অংশীদারত্ব’-এর সম্পর্ককে উন্নীত করেছে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব অবকাঠামোগত উন্নয়নে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানান। যার মধ্যে বেশ কয়েকটি মেগা প্রকল্প রয়েছে। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ব্যাখ্যা করেন এবং চীনে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত (ডিএফকিউএফ) সুবিধার বিদ্যমান কাঠামো সহজতর করতে চীনের সহায়তা কামনা করেন।

পররাষ্ট্রসচিব মহামারি, জলবায়ু পরিবর্তন ইত্যাদির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে চীনের অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *