ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ইজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।

দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে গতকাল বুধবার সকাল ১০:৩০ মিনিটে কোম্পানির এই বিশেষ সাধারণ সভা (ইজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বিএটি বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম মইন উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে কোম্পানির আর্টিকেল অফ এসোসিয়েশনের  অনুচ্ছেদ ৭৭ সংশোধন অর্থাৎ কোম্পানির পরিচালনা পর্ষদের মোট পরিচালকের সংখ্যা পাঁচজনের কম নয় বা পনেরো জনের অধিক নয় যা কিনা বিশেষ সিদ্ধান্ত হিসাবে অনুমোদিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক আফতাব উল ইসলাম এফসিএ, অ-নির্বাহী পরিচালক স্টুয়ার্ট কিড, অ-নির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, স্বতন্ত্র পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, অ-নির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, অ-নির্বাহী পরিচালক আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম, অর্থ পরিচালক আমান মুস্তাফিজ ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান এফসিএস।

২০২২ সালে কোম্পানিটি মূল্য সংযোজন কর বা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসাবে জাতীয় কোষাগারে ২৯ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব প্রদান করে, যা বিএটি বাংলাদেশকে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *