ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ২১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ লাখ ৫৫ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
স্কয়ার ফার্মা ২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এসকে ট্রিমস ২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্রণী ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এম.এল ডাইং, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ ও সিঙ্গারবিডি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/