সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ড ৩০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৪৬ লাখ টাকা। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।
এদিন ব্লক মার্কেটে মোট ১১টি কোম্পানি ও এক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৭১ লাখ ৫৯ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৩৪ লাখ টাকা।
আরএসআরএম স্টিল ২০ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা।
বেক্সিমকো ফার্মা ৮ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৬৮ লাখ টাকা।
আজ ব্লক মার্কেটে লেনদেন করা অপর কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুটওয়্যার, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল, ডেল্টা স্পিনার্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, রেনেটা ও সামিট পাওয়ার।
স্টকমার্কেটবিডি.কম/এসএম