ব্লক মার্কেটে ৬৯ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ব্লক মার্কেটে মোট ৪১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৪০ কোটি ৭৮ লাখ  ৩২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৯ কোটি ৬১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এসএস স্টিল ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিডিকম অনলাইন, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মা, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ, ডেল্টা লাইফ, গ্রামীণস্কিম-২, আইডিএলসি ইন্ট্রাকো, কেপিসিএল, লংকাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল পলিমার, ফার্মা এইডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সী পার্ল বীচ, সিমটেক্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, ইউসিবি, ইউনাইটেড ফিন্যান্স, ইউপিজিডিসিএল, ওয়ালটন হাইটেক ও ইয়াকিন পলিমার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *