ব্ল্যাক মানডে’র প্রভাব ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :
বিশ্ব শেয়ারবাজারের নতুন ‘কালো সোমবার বা ব্ল্যাক মানডে’র প্রভাব পড়েনি বাংলাদেশের শেয়ারবাজারে। যদিও গত সোমবার বিশ্ব শেয়ারবাজারে ব্যাপক দরপতনের কারণে ওই দিন বিকেল থেকেই বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ায়। তবে নেতিবাচক প্রভাব এড়াতে প্রস্তুত ছিল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

লেনদেনের শুরুতে গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে আতঙ্কের কিছুটা রেশ দেখা যায়। এদিন লেনদেনের শুরুতেই ছিল সূচকের নেতিবাচক প্রবণতা। প্রথম ৩০ মিনিটের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্টের মতো কমে যায়। যদিও আগের দিনের চেয়ে মাত্র এক পয়েন্ট সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আর লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
দিনের শুরুতে সূচক কমতে থাকলে পতন ঠেকাতে সক্রিয় হয়ে ওঠে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবির সক্রিয় হয়ে ওঠায় সূচক ধীরে ধীরে বাড়তে থাকে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গতকাল প্রতিষ্ঠানটি এককভাবে ১০০ কোটি টাকার প্রকৃত বিনিয়োগ করেছে। অর্থাৎ গতকাল আইসিবি যে পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় করেছে দিন শেষে তাতে শতকোটি টাকার প্রকৃত বিনিয়োগ দাঁড়িয়েছে।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, বিশ্ব শেয়ারবাজারের নেতিবাচক প্রভাব যাতে দেশের শেয়ারবাজারে না পড়ে তার জন্য আইসিবি যথাযথ ভূমিকা পালন করছে। গতকাল বাজারে আইসিবির উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ ছিল। ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে।

মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, ‘বিশ্ব শেয়ারবাজারের সঙ্গে বাংলাদেশের শেয়ারবাজারের সরাসরি উল্লেখযোগ্য কোনো সম্পৃক্ততা নেই। আমাদের শেয়ারবাজারে কিছু বিদেশি বিনিয়োগ রয়েছে, তবে বাজারের আকারের তুলনায় তার পরিমাণ খুবই নগণ্য। তা সত্ত্বেও বিশ্ব শেয়ারবাজারের পতন বিনিয়োগকারীসহ অনেকের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি করেছে।’

সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, ভারতসহ বিশ্বের বড় বড় শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটে। বিশ্ব শেয়ারবাজার বিশ্লেষকদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা গত সোমবারের এ পতনকে আরেক ‘কালো সোমবার’ হিসেবে উল্লেখ করেছে। ১৯৮৭ সালের ১৯ অক্টোবর বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে। ওই দিনটি ছিল সোমবার। তাই বিশ্ব শেয়ারবাজারের ইতিহাসে দিনটি ‘ব্ল্যাক মানডে’ হিসেবে চিহ্নিত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *