ভল্ট থেকে টাকা চুরি: আইএফআইসি বলছে— গ্রাহকের স্বার্থহানির শঙ্কা নেই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বগুড়া সদরের মাটিডালী এলাকায় আইএফআইসি ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরির ঘটনায় গ্রাহকের স্বার্থহানির শঙ্কা নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গত শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ‘গত ১৩ জুন রাত আনুমানিক ২টার দিকে কতিপয় দুর্বৃত্ত আইএফআইসি ব্যাংকের বগুড়াস্থ বিমান মোড় উপশাখার কলান্সিবল গেট ও আয়রন সেফ ভেঙে ২৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের পাশাপাশি দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করছে এ ঘটনায় ব্যাংকের গ্রাহকদের কোনও ধরনের স্বার্থহানির শঙ্কা নেই। ব্যাংকে আমানতকারীদের অর্থও শতভাগ সুরক্ষিত রয়েছে। উক্ত উপশাখায় আগের মতোই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। উপশাখাটি আইএফআইসি ব্যাংকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার আওতাভুক্ত। তবে এ দুর্ঘটনায় নিরাপত্তা বা অবহেলাজনিত কোনও ত্রুটি ছিল কি নাতা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।’

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *