স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, কোরআন খতম, আলোচনা সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পূঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
আজ বুধবার (২৩ আগষ্ট) বিকালে মতিঝিলে ডিএসই ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন মহানগর আওয়ামী-লীগের সভাপতি মো: আবু আহমেদ মান্নাফী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পূঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।
আলােচনায় সভায় বাংলাদেশ পূঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ও ঢাকা মহানগর আওয়ামী-লীগের নেতৃবৃন্ধ বক্তব্য প্রদান করেন।
স্টকমার্কেটবিডি.কম///