মার্জিনধারীদের তথ্য চায় সাবমেরিন ক্যাবল

submerinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে কোম্পানিটি।

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে ব্রোকারেজ হাউজগুলোকে তাদের চিঠিতে ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। এসব তথ্যের হার্ড ও সফট কপি পাঠানো আবেদন করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *