স্টকমার্কেটবিডি ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার এন্ড প্রিন্টিং খাতের কোম্পানি বাংলাদেশ মুনুস্ফল পেপার মেনুফেকচারিং কো: লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্হরের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
মোস্তফা কামাল মহিউদ্দিন নামে কোম্পানিটির এক উদ্দ্যোক্তা পরিচালক ২০ লাখ ৪০ হাজার শেয়ার শেয়ার হস্তান্হরের ঘোষণা দিয়েছেন। তাঁর হাতে এসব সব শেয়ার তার স্ত্রী দিলারা মোস্তফা ও তার ছেলে মোস্তফা আজাদ মিহউদ্দিনকে প্রদান করবেন।
এসব শেয়ার তিনি উপহার হিসাবে সবাইকে প্রদান করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।
স্টকমার্কেটবিডি.কম/এসবি