স্টকমার্কেটবিডি ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা বোর্ড “সন্ধানী এএমএল মেঘনা লাইফ ইনকাম ফান্ড” ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিমাটি ২০ কোটি টাকার ফান্ড ইস্যু করবে। বিএসইসিতে আবেদন জমা দেওয়ার ও বিনিয়োগের তারিখ আগামী ১৫ অক্টোবর। ফান্ডটি হবে বে-মেয়াদী। ইউনিটধারীদের আয়ের ৭০ শতাংশ লভ্যাংশ দেবে ফান্ডটি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে ফান্ডটি ইস্যু করা যাবে।
ফান্ডটির প্রস্তাবিত ট্রাস্টি হিসাবে কাজ করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আর কাস্টিডিয়ান হিসাবে ব্রাক ব্যাংক কাজ করবে।
স্টকমার্কেটবিডি.কম/এম