শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে সাড়ে ৩ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই বিমাটি রাজধানীর বাইরে বগুড়া জেলায় এই জমি কিনবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে মোট ৩ কোটি ৫৫ লাখ টাকা।
শেয়ারহোল্ডার ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমিটি কিনবে।
স্টকমার্কেটবিডি.কম/বি