পণ্যের বিক্রয়োত্তর সেবা ও গুণগত মান উন্নয়নে সারাদেশে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছে ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট।
এরই ধারাবাহিকতায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় সম্প্রতি রাজধানীর লক্ষ্মীবাজারে জনসন রোডের নগর সিদ্দিকী প্লাজায় মোবাইল ফোনের সার্ভিস নিশ্চিতে দেশের প্রথম ওয়ালটন মোবাইল টাচ পয়েন্টের উদ্বোধন করলো মাল্টিন্যাশনাল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
উদ্দেশ্য, দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করা। পাশাপাশি ওয়ালটনের ডিলার, ডিস্ট্রিবিউটর এবং মোবাইল শোরুমগুলোর বিক্রয় প্রতিনিধিরা যেন বিক্রয়োত্তর সেবা প্রাপ্তির ব্যাপারে নির্ভার হয়ে নিশ্চিন্তে পণ্য বিক্রয় করতে পারেন তা নিশ্চিত করা।
গত বুধবার (১২ এপ্রিল, ২০২৩) আনুষ্ঠানিকভাবে নগর সিদ্দিকী প্লাজায় দেশের প্রথম ওয়ালটন মোবাইল টাচ পয়েন্টের উদ্বোধন করেন ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের হেড অব মনিটরিং পলাশ কুমার সাহা এবং হেড অব সেলফোন সার্ভিস ম্যানেজমেন্ট সিয়াম বিন রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোবাইল ল্যান্ড ডিস্ট্রিবিউশন হাউজের স্বত্ত্বাধিকারী জুলহাস মিয়া, রিটেইলার মোবাইল শপের স্বত্ত্বাধিকারী রেদোয়ান হোসেন সোহেল, তাসমিয়া টেলিকমের স্বত্ত্বাধিকারী রিপন ঢালি, অপরাজিতা টেলিকমের স্বত্ত্বাধিকারী রিপন চক্রবর্তী, আমির টেলিকমের স্বত্ত্বাধিকারী আমির হোসেন, এসপি মোবাইলের স্বত্ত্বাধিকারী রেজাউলসহ ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা।
স্টকমার্কেটবিডি.কম///