শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
যাদের বিইএফটিএন একাউন্টে লভ্যাংশ যায়নি তাদেরকে ডিভিডেন্ট ওয়ারেন্টস আগামী ১০ সেপ্টেম্বর থেকে কোম্পানির শেয়ার বিভাগ হাদি ম্যানশন, মতিঝিল, সি/এ, ঢাকা-১০০০ থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে যমুনা ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৫ জুন।
স্টকমার্কেটবিডি.কম/মোদক.