যশোরে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক

যশোর জেলা প্রশাসকের হাতে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার তুলে দিল সাইফ পাওয়ারটেক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যশোরে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক যশোর জেলা প্রশাসনকে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যশোর জেলা প্রশাসনকে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার (সরঞ্জামাদিসহ) দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

মঙ্গলবার (২৭ জুলাই) যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের উপস্থিতিতে জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনের পক্ষে নির্বাহী পরিচালক (প্রশাসক ও সরবরাহ) মেজর (অব.) ফারুখ আহমেদ খান।

জেলা প্রশাসক বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেড করোনাকালীন মেডিক্যাল যন্ত্রপাতি ও নগদ অর্থ সহায়তা দিয়ে আর্তমানবতার সেবায় অনন্য অবদান রেখে চলেছে। এ ছাড়া দেশের ক্রীড়া উন্নয়নে গৌরবময় ভূমিকা পালন করে যাচ্ছে।

গত ১০ জুন মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে ২ কোটি টাকা অনুদানের চেক তুলে দেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

সম্প্রতি শেখ রাসেলের জন্মদিনে সাইফ পাওয়ারটেক শিক্ষাবৃত্তি হিসেবে ১ কোটি ৮০ লাখ টাকা ও ১০০টি ল্যাপটপ দিয়েছে।

এ ছাড়া মেধাবী ও অসচ্ছল ১ হাজার শিক্ষার্থীকে প্রতিমাসে ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা অনুদান দেন তরফদার মো. রুহুল আমিন।

চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *