রাত্রিকালীন লেনদেন চালু করবে না টোকিও

japanস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারিদের জন্য নতুন নতুন সবিধা প্রদানের অংশ হিসাবে রাত্রিকালীন লেনদেন চালু করার পরিকল্পনা করেও তা করছে না টোকিওর স্টক এক্সচেঞ্জ।

এ লেনদেনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চলতি বছরের জানুয়ারি মাসে একটি কমিটি গঠন করা হয়। গত ৩০ জুন কমিটি তার রিপোর্টে রাত্রিকালীন লেনদেন চালুর পক্ষেই মতামত দেয়।

এরপর টোকিও শেয়ারবাজার কর্তৃপক্ষ সাধারণ বিনিয়োগকারি, ব্রোকার হাউস, নিবন্ধিত কোম্পানিসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহনে মতামত যাচাইয়ের উদ্দেশ্যে একটি জরিপ পরিচালনা করে।

এজরিপে বেশিরভাগই রাত্রিকালীন লেনদেন চালুর বিপক্ষে মতামত দিয়েছে। ফলে গতকাল এক বিবৃতিতে রাত্রিকালীন লেনদেন চালু না করার সিদ্ধান্ত জানিয়েছেন টোকিও শেয়ারবাজার কর্তৃপক্ষ।

বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, রাত্রিকালীন লেনদেন লাভজনক হবে না এবং এটা চালু হলে আন্তর্জতিকবাজারে সাথে সমন্বয় করা কঠিন হয়ে যেত।

সূত্র- টোকিও স্টক একচেঞ্জ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *