নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এলএনজিভিত্তিক ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স গ্রুপ। এ বিদ্যুৎকেন্দ্রের নিবন্ধন ফি বাবদ ২ কোটি টাকার কিছু বেশি অর্থ মওকুফ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানি আইনে প্রদত্ত ক্ষমতাবলে বেসরকারি খাতের রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড কর্তৃক নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাসভিত্তিক ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ফাইন্যান্সিং ডকুমেন্টস নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন ফি বাবদ ২ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৯০০ টাকা মওকুফ করা হলো।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এ কেন্দ্র থেকে ২২ বছর মেয়াদে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয় রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার। চুক্তির তারিখ থেকে তিন বছরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদন উপযোগী করবে রিলায়েন্স। উৎপাদিত ৪০০ ভোল্টের বিদ্যুৎ পিজিসিবির মেঘনা ঘাট সাবস্টেশন হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে।
ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রতি ডলার ৮০ টাকার সমতুল্য বিবেচনায় রিলায়েন্সের কাছে ৭ দশমিক ২৬২৫ ডলার/এমএমবিটিইউ দরে গ্যাস বা এলএনজি সরবরাহ করবে তিতাস গ্যাস। আর উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ৭ দশমিক ৩১২৩ সেন্ট বা ৫ টাকা ৮৪ পয়সা দরে পিডিবির কাছে বিক্রি করবে রিলায়েন্স।
স্টকমার্কেটবিডি.কম////