স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
প্রাইজবন্ডের লটারির ফলাফল জানার সহজ পদ্ধতি চালু করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এজন্য চালু করা হয়েছে ‘প্রাইজবন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার বা পিবিআরইএস’ নামের বিশেষ সফটওয়্যার।
এখন থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে অভ্যন্তরীণ ই-সেবা অংশে প্রাইজবন্ডের ‘ড্র’-এর ফলাফল অনুসন্ধানে এই ওয়েবভিত্তিক সফটওয়্যারে প্রবেশকরে গ্রাহকরা ফলাফল জানতে পারবেন।
শনিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে এই সফটওয়্যারের উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় এনবিআর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই ওয়েবসাইটে দুই পদ্ধতিতে প্রাইজবন্ডের ফলাফল জানা যাবে। একটি হচ্ছে সার্চ বক্সে বাংলা বা ইংরেজিতে সরাসরি প্রাইজবন্ডের নম্বর লিখে।
স্টকমার্কেটবিডি.কম/জেড