লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় স্থানে বিচ হ্যাচারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ২০ লাখ টাকা।

লাভেলো আইসক্রিমের ১৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্সের ১৬ কোটি ২৭ লাখ, লিন্ডে বিডির ১১ কোটি ২৫ লাখ, স্কয়ার ফার্মার ৯ কোটি ৭৮ লাখ, হাক্কানী পেপারের ৯ কোটি ৩৫ লাখ, রবি আজিয়াটার ৮ কোটি ১৬ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৬ ও শাইনপুকুর সিরামিকসের ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *