স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৩৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৯৫ লাখ টাকার।
সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড ৪২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪১ কোটি ৬৪ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ৩৯ কোটি ৮৩ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৩ কোটি ৫৮ লাখ, বিবিএস ক্যাবলসের ২৯ কোটি ৬৭ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ২৫ কোটি ১ লাখ, বীকন ফার্মার ২৩ কোটি ২৩ লাখ ও শাইনপুকুর সিরামিকসের ২২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম//