লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি; ২য় স্থানে বিডি থাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় দিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাইয়ের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১৯ লাখ টাকা।

ইষ্টার্ণ হাউজিংর ৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ১৪ লাখ, বিএসসির ৭ কোটি ৫০ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৯২ লাখ, এশিয়াটিক ল্যাবের ৬ কোটি ৭৯ লাখ, আরডি ফুডসের ৬ কোটি ৫০ লাখ, মালেক স্পিনিং মিলসের ৫ কোটি ৮৯ লাখ ও এনার্জিপ্যাক পাওয়ারের ৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *