স্টকমার্কেটবিডি ডেস্ক :
সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৫০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৯৭ কোটি ১৪ লাখ টাকার।
১৮৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মার ১৭৮ কোটি ৬৭ লাখ টাকা, লাফাজ হোলসিমের ১৭৭ কোটি, বিবিএসের ১৬০ কোটি ৭৭ লাখ, আরএকে সিরামিকসের ১৪৩ কোটি ৭৮ লাখ, কুইন সাউথ টেক্সটাইলের ৩১ কোটি ৪৪ লাখ, ন্যাশনাল পলিমারের ১২৪ কোটি ৯৮ লাখ ও পাওয়ার গ্রিড লিমিটেডের ১১৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস