বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে, শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে।
আজ বুধবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বৈদেশীক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক জনসচেতনতামূলক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারে টিপু মুনসি এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে আড়াই হাজার টন পেঁয়াজের একটি চালান এসেছে। আরও কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। টিপু মুনশি বলেন, আমদানি করা পেঁয়াজ ছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হবে। এতে শীঘ্রই পেঁয়াজের সংকট কেটে যাবে।
মন্ত্রী বলেন, দেশে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ মেট্রিক টন। দেশে যে উৎপাদন হয় তাতে চাহিদার তুলনায় আট লাখ টনের ঘাটতি থাকে। এ ঘাটতির ৯০% ভারত থেকে আমদানী করে পূরণ করা হতো। ভারত হঠাৎ করে রফতানী বন্ধ করে দেয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। মিশর, তুরস্ক এবং মিয়ানমার থেকে আমদানী করতে প্রক্রিয়াগত কারণে সময় বেশী লাগায় পেঁয়াজের সাময়িক সংকট দেখা দিয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/