শেষ কার্যদিবসে উত্থাণে দুই স্টক এক্সচেঞ্জ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের বড় উত্থাণ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৫৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬০৫ কোটি ১২ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত আছে ৫৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – পূবালী ব্যাংক, ইউনিলিভার কনজিউমার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিএটিবিসি, রেনেটা, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ক্যাপিটাক গ্রোথ ফান্ড ও পিপলস ইন্স্যুরেন্স।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৬৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক ও বিএটিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *