শেয়ারবাজারে ট্যাক্স সুবিধা বাড়ানো হবে : এনবিআর চেয়ারম্যান

nrb_picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভুইয়া বলেছেন, শেয়ারবাজারের উন্নয়নে আমরা যথেষ্ট ট্যাক্স সুবিধা দিয়েছি। প্রয়োজনে এই সুবিধা আরো বাড়ানো হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থমন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, কোনো বিনিয়োগকারী যদি ১০ টাকার শেয়ার ২০ টাকা দিয়ে ক্রয় করে। পরবর্তীতে ৩০ টাকায় যদি ১ হাজার শেয়ার বিক্রি করে সেক্ষেত্রে যে গেইন হয় তার উপর ট্যাক্স দিতে হয় না।

বিদেশি কোম্পানি চলে যাবে অনেকেই এমন মন্তব্য করছেন উল্লেখ করে তিনি বলেন, তারা কোনোভাবেই চলে যাবে না। প্রয়োজনে মধ্যস্থতা করে তাদের রাখবো। তবে তাদের ক্ষতি হয় এমন কিছু করবো না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত সভায় অর্থ সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *