শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর আহবান বিএসইসি’র

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইনি সীমার মধ্যে থেকেই শেয়ারবাজারে বিনিয়োগের এ আহবান জানিয়ে দেশের ৩৩টি ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি দিয়েছে বিএসইসি।

বিএসইসির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ আহবান জানান। এর বাইরে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের অনুরোধ জানিয়ে ২৮টি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে চিঠি পাঠানো হয়েছে।

গতকাল বুধবার আলাদা আলাদাভাবে ওই দুটি চিঠি পাঠানো হয়। মোট ৬১টি ব্যাংকের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৩টি ব্যাংককে বাজারে নতুন করে অর্থ বিনিয়োগের কথা বলা হয়েছে আর ২৮টি ব্যাংককে বিশেষ তহবিল গঠন করে সেই তহবিল থেকে বিনিয়োগের অনুরোধ জানানো হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত আইনি সীমার মধ্যে থেকেও ব্যাংকগুলোর বিনিয়োগের সুযোগ রয়েছে। এমন ৩৩টি ব্যাংককে তাই বিনিয়োগ বাড়াতে অনুরোধ জানিয়েছে বিএসইসি। এর বাইরে ২০০ কোটি টাকার তহবিল গঠন না করা ২৮টি ব্যাংককে দ্রুত এ তহবিল গঠনের অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *