বিনিয়োগকারী, ব্রোকারদের ক্ষতির হাত থেকে রক্ষায় ১০ মে থেকে লেনদেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই’র পরিচালনা পর্ষদ।
করোনাভাইরাস মাহামারী ঠেকাতে সরকারি ছুটির সাথে সঙ্গতি রেখে ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন সাংবাদিককে বলেন, আমরা তাই ১০ মে থেকে শেয়ারবাজারে লেনদেন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। তবে বাংলাদেশ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমতি লাগবে লেনদেন চালু করতে গেলে।সেজন্য যোগাযোগ করা হবে।
তিনি জানান, সব ঠিক থাকলে, দেশের পরিস্থিতি অস্বাভাবিক না হলে আমরা ১০ তারিখ থেকে শেয়ারবাজারে লেনদেন চালু করব।
ডিএসইর আরেক পরিচালক শাকিল রিজভী বলেন, যদি সরকারি বন্ধ শেষ হয়ে যায়, তাহলে ৭ মে থেকেই শেয়ারবাজার চালু হয়ে যাবে। আর যদি বন্ধ আরও বাড়ে তখন দেশের পরিস্থিতি এখন যেমন আছে তেমন থাকলে, আরও খারাপ না হলে বন্ধের মধ্যেই ১০ তারিখ থেকে লেনদেন চালু করার চেষ্টা করছি আমরা।
এই বন্ধের মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান লেনদেন চালুর পক্ষে মত দিয়েছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/