এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজের পরিচালক সজন কুমার বসককে এমডি হিসাবে দেখতে চাচ্ছে কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডাররা। এসময় কোম্পানির পাঁচটি এজেন্ডা অনুমোদন দিয়েছে এসব শেয়ারহোল্ডার।
শনিবার সকাল ১০ টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলয়াতনে কোম্পানির সাধারণ বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। দুই ঘন্টার এজিএম অনুষ্ঠানের বড় অংশ জুড়ে আলোচনায় ছিলেন জনপ্রিয় পরিচালক সজন বসাক।
এসময় তারা আগামী এজিএমে কোম্পানিটির ব্যবস্থপনা পরিচালক পদে তাকে দেখতে চান বলে দাবি তোলেন। অনুষ্ঠানে কোম্পানির পরিচালক পরিচালক অমিতাব ভৈামিক, স্বাধীন পরিচালক তারেক মাহমুদ ও স্বাধীন পরিচালক এ্যাডভোকেট বিকাশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত শেয়ারহোল্ডার সেলিম রেজা বলেন, কোম্পানিটির ব্যবস্থাপনা পদে সজন কুমার বসাককে দেখতে চাই আমরা। এজন্য তাকে হয়তো অন্য একটি কোম্পানির দায়িত্ব ছাড়তে হবে। সকল নিয়ম নীতি অনুসরণ করে বর্তমান পর্ষদকে এই কাজটি করার অনুরোধ করেন তিনি।
তিনি জানান, এমারেল্ড ওয়েলের পরিচালনা বোর্ডে যারা রয়েছেন তারা সবাই এফসিএমএ। এতো পারদর্শী পর্ষদ আর কোনো কোম্পানিতে নেই।
অনুষ্ঠানে বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান বলেন, সজন কুমার বসাককে সবাই খুব পছন্দ করেন। তার অনেক গুনাবলী রয়েছে। তিনি কোম্পানির এমডির দায়িত্ব নিলে চলমান সমস্যগুলো কাটিয়ে কোম্পানির ভবিষৎ ভালো হবে।
এসময় কোম্পানির বর্তমান এমডি দুদকের অভিযুক্ত বলে তাকে অপসারণ করার দাবি তোলেন একাধিক বিনিয়োগকারী।
অনুষ্ঠানে বিনিযোগকারীদের মধ্যে উপস্থিত শেয়ারহোল্ডার সবাই ব্যবস্থাপনা পর্ষদের প্রধান হিসাবে সজন কুমার বসাককে দেখতে চান বলে দাঁড়িয়ে সম্মতি প্রদান করেন। এছাড়া কোম্পানির পাঁচটি এজেন্ডা অনুমোদন দেয় এসব শেয়ারহোল্ডাররা।
অনুষ্ঠানে কোম্পানি সেক্রেটারি মেহেরুন্নেসা রোজিসহ আর্থিক ও শেয়ার বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/