সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক গড় লেনদেন ৪৬৩ কোটি টাকায় নেমে এসেছে। যদিও আগের সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসই’র গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৯৩ কোটি টাকা কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে ৩৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির। এ সময় ডিএসইতে ৬৮ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৮৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে শেয়ার লেনদেন কমেছে ১৬.৬৪ শতাংশ।
গত সপ্তাহে ৫ কার্যদিবসে ডিএসইতে ২ হাজার ৩১৭ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৭৯৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৮০ কোটি ৪ লাখ ৫৭ হাজার ২২৩ টাকা। এ সময় বাজারের সার্বিক লেনদেন কমেছে ১৬.৬৪ শতাংশ।
মোট লেনদেনের ৯১.৮০ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ৩.৪৭ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ২.৮৬ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১.৮৭ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে।
এদিকে গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৬৮.৩৩ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসই`র শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস ৬.৪২ পয়েন্ট কমে ১২৬১.৯২ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক ৫.৭৩ পয়েন্ট কমে ২০৩১.২৯ পয়েন্টে স্থিতি পায়।
সপ্তাহের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ৭১ হাজার ৮৫৭ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ৬০৩ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ০.৩৪ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে ছিল বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ১০৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর সর্বমোট লেনদেনের ৪.৬০ শতাংশ। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, কোম্পানিটির ৬৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৫৪ কোটি ০৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্য দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসে লংকাবাংলা ফাইন্যান্স।
এ ছাড়া টার্নওভার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা, মবিল যমুনা, আরগন ডেনিমস, বিট্রিশ আমেরিকান টোব্রাকো, সেন্ট্রাল ফার্মা, স্কয়ার ফার্মা ও ইফাদ অটোস লিমিটেড।