স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সরকার ডিম আমদানি করলে ১২ টাকার ডিম ২০ টাকায় খেতে হবে বলে হুমকি দিয়েছেন ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক।
বৃহস্পতিবার ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত পোল্ট্রি শিল্পে সংকট প্রান্তিক খামারিদের সুরক্ষা ও ডিম-মুরগির উৎপাদন খরচ হ্রাসে করনীয় শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএবি ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আমদানি করে ডিমের দাম কমাতে চাইলে উল্টো আরো দাম বাড়বে। তখন ১২ টাকার ডিম ২০ টাকায় খেতে হবে।
হঠাৎ করে ডিমের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে কোন সিন্ডিকেট নেই বলেও বিএবি নেতারা দাবি করেন। তারা বলেন, মুরগির ফিডের দাম না কমালে ডিমের উৎপাদন খরচ কমানো সম্ভব না। এজন্য ফিডের আমদানি মূল্য কমানোর দাবি জানানো হয়।
স্টকমার্কেটবিডি.কম////