সরকারি কোষাগারে ২০১৮ সালের লভ্যাংশের ৫০ কোটি টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন।
আজ বুধবার রাজধানীর শেরেবাংলানগর পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাতে লভ্যাংশের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।
চেক গ্রহণ করে অর্থমন্ত্রী বলেন, আশা করি আগামীতে সাধারণ বীমা করপোরেশন ১০০ কোটি টাকার লভ্যাংশ প্রদান করবে।
এর জবাবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সরকারের বড় বড় প্রকল্প এই বীমার আওতায় আসায় তারা আগামী বছর ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে পারবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে সাধারণ বীমা করপোরেশন ৪০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বীমা ও পুনঃবীমা খাতে ৩৭৬ কোটি ৩৬ লাখ টাকা গ্রস বীমা দাবি পরিশোধ করেছে।
স্টকমার্কেটবিডি.কম/জেড