সর্বোচ্চ বাজার মূলধনী কোম্পানির তালিকায় ইউনাইটেড পাওয়ার

unitedস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সর্বোচ্চ বাজার মূলধনী কোম্পানির তালিকায় উঠে এসেছে। শেয়ারের দর বাড়ার কারণে বাজার মূলধন বাড়ায় ইউনাইটেড পাওয়ার এখন শেয়ারবাজারের সর্বোচ্চ বাজার মূলধনী কোম্পানি ।

আজ মঙ্গলবার ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজারমূল্য ছিল ২১৪ টাকা। সেই হিসাবে কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৫৪৩ কোটি টাকার উপরে।

কোম্পানিটির বাজার মূলধন এখন প্রায় ১.০১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। বাংলাদেশ তথা এশিয়ায় হাতেগোনা কয়েকটি কোম্পানি এই মাইল ফলক অতিক্রম করেছে।

এ বিষয়ে কোম্পানিটির সচিব মজিবুল ইসলাম পাটোওয়ারি স্টকমার্কেটবিডিকে বলেন, এটি আমাদের কোম্পানির অপার ব্যবসায়িক সম্ভাবনার প্রকাশ এবং শেয়ারহোল্ডারদের সম্পদ বৃদ্ধির বিবরনী আরও বাড়িয়েছে। যাহা তালিকাভুক্ত বিদ্য্ৎু উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বর্তমানে সর্বোচ্চ বাজার মূলধনী কোম্পানি হিসাবে আত্ব:প্রকাশ করেছে বলে প্রতীয়মান হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *