শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা লিমিটেড তাদের আরেক সহযোগী কোম্পানি রেনাটা অনকোলজির সঙ্গে একত্রিত হয়ে যাচ্ছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে রেনাটা লিমিটেড।
রেনাটা লিমিটেড জানিয়েছে, তারা রেনাটা অনকোলজির সঙ্গে একত্রিত হতে হাই কোর্টে আবেদন করেছিল। আদালত চলতি বছরের ১৯ জুলাই অনুমতি দিয়েছে।
এ ক্ষেত্রে রেনাটা অনকোলজি হবে ট্রান্সফারার কোম্পানি এবং রেনাটা লিমিটেড হবে ট্রান্সফারি কোম্পানি।
অর্থাৎ একত্রীকরণের পরে রেনাটা অনকোলজি নামে আলাদা কোনো কোম্পানি থাকবে না। রেনাটা অনকোলজির সমস্ত সম্পদ এবং দায় রেনাটা লিমিটেডের হয়ে যাবে।
রেনাটা লিমিটেড ১৯৭৯ সালে বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তাদের শেয়র লেনদেন হয় ‘এ’ ক্যাটাগরিতে।
স্টকমার্কেটবিডি.কম/