স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড বোনাস লভ্যাংশ প্রদানের অনুমোদন দিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ব্যাংকটি গত বছরের জন্য ৪ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
এ সময় ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় কনসোলিডেটেড ইপিএস হয়েছে ১.৩৯ টাকা। একই সময় ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড সম্পদ মূল্য ছিল ১৩.৫৯ টাকা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয় গত ২১ অক্টোবর। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর ।
স্টকমার্কেটবিডি.কম/এস