লোকসানি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে সাত কোম্পানির বিরুদ্ধে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে সূত্রে এ তথ্য জানা যায়।
সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ায় ৭ কোম্পানি – ফাইন ফুডস, বিডি অটোকার্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, জিল বাংলা সুগার মিলস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ এবং শ্যামপুর সুগার মিলসকে এ তদন্তের আওতায় রাখা হয়েছে।
এই তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির সহকারি পরিচালক মো. গোলাম কিবরিয়া ও মোহাম্মদ রাকিবুর রহমান।
বলে হয়েছে,৭ কোম্পানি লোকসানে থেকেও শেয়ার দর বাড়ার বিষয়টি তদন্ত করবে বিএসইসি।
স্টকমার্কেটবিডি.কম/এমএ