অবশেষে চাঞ্জা হয়ে উঠেছে ভারতের শেয়ারবাজার। শুক্রবার এক ধাক্কায় সেনসেক্স বাড়ল ৫১৭.১৮ পয়েন্ট। গত সাত মাসের মধ্যে এক দিনে এর আগে এতটা বাড়েনি সূচক।
বিশেষজ্ঞদের ধারণা, মূল্য বৃদ্ধির হার কমায় এবার রিজার্ভ ব্যাংক সুদ কমানোর পদক্ষেপ করতে পারে বলে বিনিয়োগকারীদের মনে যে আশার সৃষ্টি হয়েছে, তার উপর ভর করেই এই দিনের বাজার উঠেছে।
তা ছাড়া, তাতে ইন্ধন জুগিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে কেন্দ্রের মূলধন জোগানোর কথাও। গতকাল বন্ধের সময় সেনসেক্সের অবস্থান ছিল ২৮০৬৭.৩১ পয়েন্টে।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি