স্টকমার্কেটবিডি ডেস্ক :
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫.৯৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ৫৭ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫৮ লাখ টাকা ছিল।
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৫.৫৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ৩৩ কোটি ৪১ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৬৮ লাখ টাকা ছিল।
শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৫.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ৪৪ কোটি ১৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৮৩ লাখ টাকা ছিল।
এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- লাফার্জহোলসিম বিডির ১২.৭৪ শতাংশ, সামিট পাওয়ারের ১১.১১ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১০.৮৫ শতাংশ, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০.৪০ শতাংশ, এস.এস স্টিলের ১০.১৬ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ১০.০০ শতাংশ ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮.৯৫ শতাংশ দর বেড়েছে।
স্টকমার্কেটবিডি.কম/