সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৫০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৩৬ কোটি ২৯ লাখ টাকার।
জেমিনী সী ফুড ১২৫ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিংর ১২৩ কোটি ৬৭ লাখ, এ্যাপেক্স ফুটওয়ারের ১২২ কোটি ২৯ লাখ, সী পার্লস স্পা এন্ড রিসোর্টের র ৯০ কোটি ২৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮১ কোটি ২৫ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ৬৯ কোটি ২৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬৮ কোটি ৮৬ লাখ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/////