সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফুয়াং ফুডস; ২য় খান ব্রাদার্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৮৮ কোটি ৮৭ লাখ টাকার।

এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৫৪ কোটি ৮৫ লাখ, জেমিনী সী ফুডসের ৫৩ কোটি ৪৫ লাখ, বিডি থাই এলুমিনিয়ামের ৫২ কোটি ১০ লাখ, দেশবন্ধু পলিমারের ৪৮ কোটি ৪১ লাখ, ইয়াকিন পলিমারের ৪৮ কোটি, প্যাসিফিক ডেনিমসের ৪৪ কোটি ৯ ও সেন্ট্রাল ফার্মার ৪৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *