সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৪৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৪০ কোটি ৩১ লাখ টাকার।
শাইনপুকুর সিরামিকস লিমিটেড ১০৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিকের ৯৫ কোটি ২৬ লাখ টাকা, সোনালী পেপার এন্ড বোর্ডের ৮৯ কোটি ৮২ লাখ, সী পার্লস রিসোর্ট এন্ড ম্পার ৮৫ কোটি ৩১ লাখ, এপেক্স ফুটওয়ারের ৭৪ কোটি ২৪ লাখ, জেমিনী সী ফুডসের ৭২ কোটি ৮৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬৪ কোটি ৫৫ লাখ ও আমরা নেটওয়ার্কসের ৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস