ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) র মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে। এ সময় কমেছে মূল্য সূচকও। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৫২ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০২ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার। এ সময় লেনদেন কমেছে ৫০ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকা।
সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১ দশমিক ৩৩ শতাংশ। আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫ টির, দর কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।
গত সপ্তাহে ডিএসইতেও মোট লেনদেনের পরিমান ও সূচক কমেছে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ