বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল সেখানে ৮৬ কোটি টাকার উপরে লেনদেন হয়। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৮০২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬ টির দাম বেড়েছে। কমেছে ৯৬ টির, আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ৮৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।
দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি