দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ৪র্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।এই দিন ১টি সূচক বেড়েছে ৪টি সূচক কমেছে। তবে এদিন লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সিএসইতে ২৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
সিএসই সূত্রে জানা যায়, বুধবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৫ পয়েন্ট কমে ৮ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৫ লাখ টাকা।মঙ্গলবার ছিল সেখানে ২৬ কোটি ৩ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড এয়ার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার সিএসইতে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৪ টির দাম বেড়েছে, কমেছে ১৩০ টির আর অপরিবর্তিত ছিল ৩২ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ