চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার শেষে আগের দিনের চেয়ে বেড়েছে মূল্যসূচক ও শেয়ারের দর। তবে এ দিন লেনদেনের পরিমান আগের দিনের চেয়ে কমেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ১০৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১০১৮ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৮৪৭৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন কমেছে সিএসই৩০ সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৪৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে ৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল রবিবার ছিল ৪৭ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে আগের দিনের চেয়ে আজ লেনদেন কিছুটা কমেছে।
দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫১ টির, কমেছে ৬১ টির এবং ৪০ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
এদিন টাকার পরিমানে লেনদেনের প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল বিএটিবিসি ও অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমআর