চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক নির্বাচিত হলেন মেজর (অব:) এমদাদুল ইসলাম। তিনি তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মহিউদ্দিনকে ৩৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সিএসই সূত্র জানিয়েছে, নির্বাচনে মোট ভোট পড়ে ৭৪টি। এর মধ্যে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন ২০ ভোট।
মেজর (অব:) এমদাদুল ইসলাম বিকে ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক। আর মোহাম্মদ মহিউদ্দিন আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আছেন।
স্টকমার্কেটবিডি.কম/এমএ