গাজীপুরে সি এ নিট ওয়ার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা থেকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।
সকাল ৯টার দিকে ভবানীপুর এলাকায় গিয়ে দেখা যায়, সি এ নিট ওয়ার কারখানার অন্তত দুই হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় তারা সড়কে অবস্থান করে স্লোগান দিতে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক বলেন, এই কারখানায় পাঁচ বছর ধরে চাকরি করছিলাম। কিন্তু হঠাৎ করে বুধবার কোনো কারণ ছাড়াই আমাদের অনেককে চাকরিচ্যুত করা হয়। আমাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে।
জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষও জানিয়েছে, তারা শ্রমিকদের সব দাবি মেনে নেবেন।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড