শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড ৭০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।
সম্প্রতি এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।
ব্যাসল-৩ বাস্তবায়নে এই বন্ডের মূলধনটি ব্যবহার করা হবে। ব্যাংকটির উল্লেখিত এই বন্ড প্রস্তাবটি এজিএমের শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি